একজন চিকিৎসকের কাছে মানুষ রোগমুক্তির পাথেয় খুঁজে। সুস্থ সবল মানুষ হেঁটে হাসপাতালে গিয়ে যখন রোগের হাল হকিকত জানতে চেয়ে (এন্ড্রোসকপি করতে গিয়ে) লাশ হয়ে ফিরে তখন
সেই চিকিৎসকের ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দেয়। জীবন রক্ষাকারীর ভূমিকা থেকে চিকিৎসক হয়ে উঠেন প্রাণনাশের উপলক্ষ। জোর গলায় বলেন, এসব পরিস্থিতি সামলে নেয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে তার। চিকিৎসা পদ্ধতি নিয়ে সদুত্তরও দিতে পারেননি। তিনদিন আইসিইউতে রেখে লাশ বুঝিয়ে দেয় স্বজনদের। এমন দায়িত্বহীন যদি হয় চিকিৎসা ব্যবস্থা তবে সাধারণ মানুষের সেবা কোথায় মিলবে?