×
ব্রেকিং নিউজ :
বয়স্ক রিকশা চালকদের রিকশায় যাতায়াত এড়িয়ে চলুন গাইবান্ধার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ীতে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসবের পাশাপাশি, ১৯ মার্চ থেকে নিয়মিতভাবে শুরু হয়েছে সিজারিয়ান সেকশনের কার্যক্রম। রকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। মস্তিষ্কের এই জটিল অস্ত্রোপচারটিমাথার হাড় এবং মস্তিষ্কের পর্দায় আঘাত বর্তমান বিশ্বে স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং প্রযুক্তির। বাড়ছেই সাইবার অপরাধ হারানো মোবাইল ফোন ফেরত পেলে যেভাবে ১০ বারের দ্রুততম মানবী ফিরোজা খাতুন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। মো: শাহিনুর রহমান পিন্টুর যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা উপজেলা পক্ষের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক সংস্কার পার্টি’র আত্মপ্রকাশ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৫
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ গাজায় ক্ষুধার যন্ত্রণায় মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধ ও ক্ষুধার কারণে শিশু মৃত্যু নিয়ে জাতিসংঘের সতর্কতার পরপরই ভূখণ্ডটিতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গাজার আল-শিফা হাসপাতালে মারা যায় ফিলিস্তিনি শিশুটি। চিকিৎসকেরা বলছেন, ‘দুধ না পেয়ে শিশুটি অপুষ্টিজনিত কারণে মারা গেছে।’ খবর আল জাজিরার।

শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া একজন প্যারামেডিক বলেন, তীব্র অপুষ্টিতে মারা গেছে মাহমুদ। 

তিনি বলেন, ‘আমরা দেখতে পাই এক নারী তার সন্তানকে কোলে নিয়ে চিকিৎসার জন্য চিৎকার করছেন। ফ্যাকাশে হয়ে যাওয়া শিশুটিকে দেখে মনে হচ্ছিল শেষ সময়ের নিঃশ্বাস নিচ্ছিল।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে জানতে পারি সে তীব্র অপুষ্টিতে ভুগছে। মেডিকেল কর্মীরা তাকে আইসিইউতে নিয়ে যায়। কয়েক দিন ধরে শিশুটি দুধ খেতে পারেনি। কারণ গোটা গাজাজুড়ে শিশুদের খাওয়ানোর মতো কোনো দুধ নেই।’

গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে তীব্র খাদ্য সংকট চলছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরাঞ্চলে। গত অক্টোবরের শেষ থেকে মানবিক সহায়তা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি। এমন পরিস্থিতি সত্ত্বেও জাতিসংঘের সংস্থাগুলো উত্তর গাজায় সাহায্য দিতে পারছে না। বিশ্ব খাদ্য সংস্থা গত সপ্তাহে উত্তর গাজায় সাহায্য পাঠাতে গিয়েও ব্যর্থ হয়। এর ঠিক দুদিন বাদেই তারা উত্তর গাজায় মানবিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।

জাতিসংঘের অনুমান, গাজার ২৩ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat